মহান বিজয় দিবস উলক্ষ্যে মধুখালীতে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাজিম বকাউল প্রকাশিত: ১৩ ডিসেম্বর , ২০২৩ ০৯:৪২ আপডেট: ১৩ ডিসেম্বর , ২০২৩ ০৯:৪২ এএম
মহান বিজয় দিবস উলক্ষ্যে মধুখালীতে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত
ফ্রি মেডিকেল ক্যাম্পে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

মহান বিজয় দিবস উলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে তৃনমুলে  স্বাস্থ্য সেবা পৌছাতে  আশার বেলেশ্বর স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৩ ই ডিসেম্বর) দুপুরে পূর্ব রায়পুর ইউনিয়নের জগন্নাথদি গ্রামে আশার বেলেশ্বর বাজার শাখার অফিস চত্বরে আশার ফরিদপুর জেলা ব্যবস্থাপক মোঃ তায়জুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। 

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আশাপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান সংস্থার সাবেক সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,বেলেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি তপন কুমার ভৌমিক,সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান  কামাল,ইউপি সদস্য প্রবির কুমার ভৌমিক,মাহমুদুন নবী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কালীপদ পাল ও মজিবর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশার বেলেশ্বর শাখা ব্যবস্থাপক মোঃ জহুরুল ইসলাম।ফ্রি মেডিকেল  ক্যাম্প পরিচালনা করেন ও রোগি দেখেন আশা বেলেশ্বর স্বাস্থ্য সেবাকেন্দ্রের  প্রধান ডাঃ মোঃ ফরহাদ হোসেন।

এই বিভাগের আরোও খবর

Logo