দি মেসেজ’র মহিলা মাহফিলে ড. মুহাম্মদ মুরশেদুল হক

আহমদ উল্লাহ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৩৬ আপডেট: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৩৬ পিএম
দি মেসেজ’র মহিলা মাহফিলে ড. মুহাম্মদ মুরশেদুল হক
নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির কুঞ্জে আফিয়ায় গত ৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা

নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির কুঞ্জে আফিয়ায় গত ৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’ এর ব্যবস্থাপনায় মাসিক নিয়মিত মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট শাহজাদী ইয়াছমিন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের প্রধান আলোচক ইসলামি চিন্তাবিদ, গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মুরশেদুল হক “বরকতময় শাবানুল মুয়াজ্জাম ও ভাগ্য রজনী শব -ই- বারাত” বিষয়ের উপর আলোচনা করেন।  আলোচক বলেন, সুপ্ত জ্ঞান, অদৃশ্য জ্ঞান, লুকায়িত জ্ঞান আল্লাহ্ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন তাকে দেন। প্রিয়নবি (দ.)-এর কাছে ঐ জ্ঞান আল্লাহ্ রাব্বুল আলামিন দিয়েছেন। আগামীতে আমরা কী করব সেই জ্ঞানও প্রিয়নবি (দ.)-এর কাছে আছে। শাবানের রাত হচ্ছে শাফায়াতের রাত। সাধারণ ক্ষমা প্রাপ্তির রাত, গুনাহ্ থেকে মুক্তি প্রাপ্তির রাত। এছাড়াও তিনি কোরআন ও হাদিসের আলোকে এই বরকতময় রাতে ক্ষমা, রিজিক, বিপদ থেকে পরিত্রাণ, অন্তরের যত আবেদন নিবেদন, সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ কাছে চাওয়ার কথা উল্লেখ করে তথ্যবহুল জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে বিনিদ্র রজনী অতিবাহিত করে পরেরদিন রোজা রাখার ফজিলত সম্পর্কে  আলোচনা করেন।  মাহফিলে কোরআন থেকে তিলাওয়াত এবং নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন তামান্না আমান তাপছি এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সিদরাতুল মুনতাহা । শেষে  মিলাদ, ক্বিয়াম এবং মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।

এই বিভাগের আরোও খবর

Logo