ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩

তানজিল আলম রেজওয়ান প্রকাশিত: ১৫ মে , ২০২৫ ১৪:১১ আপডেট: ১৫ মে , ২০২৫ ১৪:১১ পিএম
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন: মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) এবং ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।
উল্লেখ্য, নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
জানা যায়,গত ১৩ মে(মঙ্গলবার) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তার বাইকের সঙ্গে আরেকটি বাইকের ধাক্কা লাগে। এ ঘটনা থেকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে ডান উরুতে আঘাত করে পালিয়ে যায়।তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo