বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় ট্রাকের চাপায় রিকশা চালক মিরাজুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। সোমবার (০৩) মার্চ সকাল ৯:১৫ মিনিটে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম উপজেলার গঁয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে। নিহত মিরাজুলের রিকশায় অজ্ঞাত ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মিরাজুল ট্রাকের নিচে পরে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন,শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনসার্চ আজিজুল ইসলাম। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।