সাভারে কর্ণপাড়া খালের সীমানা উদ্ধার ও অবৈধ উচ্ছেদ অভিযান

রফিকুল ইসলাম জিল্লু প্রকাশিত: ৩১ জানুয়ারী , ২০২৪ ০৫:৩১ আপডেট: ৩১ জানুয়ারী , ২০২৪ ০৫:৩১ এএম
সাভারে কর্ণপাড়া খালের সীমানা উদ্ধার ও অবৈধ উচ্ছেদ অভিযান
ঢাকার সাভারে কর্ণপাড়া খাল উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সাভার উপজেলা প্রসাশন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার কর্ণপাড়া ব্রিজের নিচে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে খালের সীমানা উদ্ধার ও অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকার সাভারে কর্ণপাড়া খাল উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সাভার  উপজেলা প্রসাশন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার কর্ণপাড়া ব্রিজের নিচে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে খালের সীমানা উদ্ধার ও অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উচ্ছেদ অভিযানে দোকান ও কয়েকটি কারখানা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও কর্ণপাড়া মৌজায় খালের সীমানা নির্ধারণ করা হয়েছে।

এব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাসেল ইসলাম নূর বলেন, কর্ণপাড়া মৌজার মধ্যে কর্ণপাড়া খালের যে অংশ দখল করা হয়েছিল তা সীমানা নির্ধারণ করে উচ্ছেদ করা হয়েছে। এসময় বেশ কয়েকটি দেকান ও গোডাউন উচ্ছেদ করে খালের জমি উদ্ধার করা হয়। এর পরবর্তীতে যাতে অবৈধভাবে আর দখল করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান।

এসময় উচ্ছেদ অভিযানে কোন অপ্রীতিকর ঘটনা এছাড়া অতিরিক্ত পুলিশে মোতায়েন ছিল।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী আব্দুল সাত্তার, সাভার উপজেলা ভূমি অফিসের কানুনগো জিয়া উদ্দিন মাহমুদ, বাগধনিয়া অফিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সার্ভেয়ার লুৎফর রহমান।

এই বিভাগের আরোও খবর

Logo