সরকারি ঔষধ বিক্রির অভিযোগে জরিমানা

মাহাবুব হোসেন প্রকাশিত: ১৫ মে , ২০২৪ ০৭:২৬ আপডেট: ১৫ মে , ২০২৪ ০৭:২৬ এএম
সরকারি ঔষধ বিক্রির অভিযোগে  জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে শিপলু পোল্ট্রি ফার্মে সরকারি ভ্যাকসিন বরাদ্দ এনে ব্যবহার না করে অতিরিক্ত দামে বাইরে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াই টার দিকে বাটিকামার শিপলু পোল্ট্রি ফিড বিক্রয় কেন্দ্রে এই অভিযান পরিচালিত হয়।

কুষ্টিয়ার কুমারখালীতে শিপলু পোল্ট্রি ফার্মে সরকারি ভ্যাকসিন বরাদ্দ এনে ব্যবহার না করে অতিরিক্ত দামে বাইরে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াই টার দিকে বাটিকামার শিপলু পোল্ট্রি ফিড বিক্রয় কেন্দ্রে এই অভিযান পরিচালিত হয়। 

জানা যায়, বাটিকামারা শিপলু পোল্ট্রি ফিড বিক্রি প্রতিষ্ঠান তাদের নিজস্ব পোল্ট্রি ফার্মের জন্য বরাদ্দ  সরকারি ভ্যাকসিন ব্যবহার না করে অবৈধভাবে পঞ্চাশ টাকার স্থলে একশত টাকা বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। অভিযানে  পোল্ট্রি ফিড বিক্রি প্রতিষ্ঠানের ফ্রিজে সরকারি ওষুধ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শিপলু পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী বাবলুকে তিন হাজার টাকা জরিমানা ও মৌখিকভাবে সতর্ক করা। অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন। 

ক্যাপশন : শিপলু পোল্ট্রি ফিড বিক্রি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। 

এই বিভাগের আরোও খবর

Logo