কালাইয়ে শিক্ষকের বিরদ্ধে মামলা, প্রতিবাদে শিক্ষক-জনতার মানববন্ধন

মো: জাহিদুল ইসলাম (জাহিদ) প্রকাশিত: ৩ ডিসেম্বর , ২০২৪ ০১:০২ আপডেট: ৩ ডিসেম্বর , ২০২৪ ০১:০২ এএম
কালাইয়ে শিক্ষকের বিরদ্ধে মামলা, প্রতিবাদে শিক্ষক-জনতার মানববন্ধন
কালাইয়ে শিক্ষকের বিরদ্ধে মামলা, প্রতিবাদে শিক্ষক-জনতার মানববন্ধন

শ্রমিক ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় জয়পুরহাটের কালাই উপজেলার জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল ওয়ারেছ এর বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন করেছে শিক্ষক-জনতা। আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে কালাই উপজেলা পরিষদ চত্বরের সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য দেন, কালাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক আব্দুল হাকিম, জামুরা-বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবর রহমান, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যারয়ের সহকারি শিক্ষক সামিউলস সবুর, হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহাবুল হক সুফলসহ অনেকে। এ সময় শিক্ষক নেতারা বলেন, গত ১৬ নভেম্বর কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নুনুজ বাজারে ট্রাক-ট্যাংক-লরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলামের দায়ের করা মামলায় শিক্ষক আব্দুল ওয়ারেছকে আসামী করা হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের জেরের সাথে শিক্ষকের কোনো সম্পর্ক থাকতে পারেনা। শিক্ষক আব্দুল ওয়াছেকে ষড়যন্ত্র করে এ মামলায় জড়ানো হয়েছে। সঠিক তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। উদ্দেশ্যমূলক এই মিথ্যা হয়রানিমূলক মামলা দ্রæত প্রত্যাহার করার দাবী জানান তারা। মামলায় শিক্ষক আব্দুল ওয়ারেছকে আসামী করার পেছনে যারা জড়িত তাদের সামনে আনার দাবিও জানানো হয়।উল্লেখ্য, গত ২০ নভেম্বর শিক্ষক আব্দুল ওয়ারেছসহ ১৭ জনের নাম উল্লেখ আরও চারজনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে উদয়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বাদী হয়ে হত্যা চেষ্টা আইনে কালাই থানায় মামলা দায়ের করেন।

এই বিভাগের আরোও খবর

Logo