কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুs

কামরুল হাসান প্রকাশিত: ১৯ এপ্রিল , ২০২৫ ১৪:১৭ আপডেট: ১৯ এপ্রিল , ২০২৫ ১৪:১৭ পিএম
কক্সবাজার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুs
কক্সবাজার জেলা সদর হাসপাতালে দ্রুত কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে কক্সবাজার জেলায় কর্মরত সকল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে মত বিনিমিয় সভা অনুষ্টিত হয়

কক্সবাজার জেলা সদর হাসপাতালে দ্রুত কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে কক্সবাজার জেলায় কর্মরত সকল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে মত বিনিমিয় সভা অনুষ্টিত হয় । এতে পবিত্র কোরান তেলওয়াত এর মাধ্যমে শুরু হয় । এতে স্বাগত বক্তব্য রাখেন জাকির হোসেন নয়ন, আরো বক্তব্য রাখেন মো: কামরুল হাসান, ইমরান হোসেন নবী, জাফর আলম, মো: ইউসুফ, আব্দুল হামিদ, মো: কামাল উদ্দিন, আব্দুল্লাহ, ফয়সাল, মো: হোসাইন, মো: কাইছার, নুরুল আজিম, মহেশখালীি উপজেলার মনির উদ্দিন, রামু উপজেলার জীবন, টেকনাফ উপজেলার মো: তারেক, চকরিয়া উপজেলার মো: রিয়াদ  সহ বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী প্রতিনিধিবৃন্দ । বক্তারা বলেন,  কক্সবাজার একটি জনবহুল এলাকা এখানে প্রায় ২৮,০০,০০০ লক্ষ কক্সবাজারের স্থানীয় বাসিন্দা, ১২,০০,০০০ লক্ষ রোহিঙ্গা বাসিন্দা, ৫০,০০০/১,০০,০০০ লক্ষ বিভিন্ন জেলার চাকরিজীবি এবং প্রায় এক লক্ষ দেশী বিদেশি পর্যটক নিয়মিত অবস্থান করে। এমন একটি জনগুরুত্ব পূর্ণ  জেলায় সরকারি ২৫০ শস্যার জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার নেই সেটা আসলে চিকিৎসার ক্ষেত্রে  কক্সবাজার বাসীর প্রতি এক প্রকার বৈষম্য। আজকের মত বিনিময় সভায় উপস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় ।
সিদ্ধান্ত সমূহ হচ্ছে : ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আগামী শুক্রবার কক্সবাজারের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক প্রতিনিধি, কিডনি রোগী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রবীণ স্বেচ্ছাসেবকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সবাইকে এক সিদ্ধান্তে অটল থাকতে হবে। কক্সবাজারের জনগনের প্রাণের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালু থাকবে। লিফলেটের মাধ্যমে কিডনী রোগীর সমস্যা, কক্সবাজারের আর্থিক সমস্যা, সরকারি ডায়ালাইসিস সেন্টারের সুবিধা সমূহ   বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদের খুতবার মাধ্যমে সচেতন করা । 

এই বিভাগের আরোও খবর

Logo