শরীফ হোসাইন

শরীফ হোসাইন

জেলা প্রতিনিধি, ভোলা


ভোলায় ট্রাক চাঁপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

এদিকে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও সাথে থাকা হেলপার কে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনগণ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে বিশ্ব রোড হয়ে ঢাকা মেট্রো-ট-১৬৮৮৫৪ নামের একটি গাছ বোঝাই করা ট্রাক খেয়া ঘাটের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের ২ নং ওয়ার্ডের ভাই ভাই বেকারি সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তার পাশে দাঁড়ানো থাকা মাইক্রো কে সাইড করে ওভারটেক করার সময় রাস্তার ডান পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা মাদ্রাসা শিক্ষার্থী মো: আবির হোসেন (১০) কে চাঁপা দেয়।

অতি জোয়ারে তলিয়ে গেছে ভোলায় বিস্তীর্ণ জনপদ

এ ছাড়া খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ বালাই। পানি উন্নয়ন বোর্ড বলছে মেঘনা নদীর দৌলতখান পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার এবং তজুমদ্দিন পয়েন্ট দিয়ে ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।জানা গেছে, ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ৭ গ্রামসহ কাচিয়া, মাঝের চর, ধনিয়া, মদনপুর, মেদিয়া, চর পাতিলা ও ঢালচর সহ অন্তত ২০ গ্রামে প্রবেশ করেছে মেঘনার জোয়ারের পানি।

ভোলায় ছাত্রলীগের বাঁধা উপেক্ষা করে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পরানগঞ্জ ভোলা নাজিউর রহমান কলেজের সামনে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।জানা গেছে, কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টায় ভোলা সরকারি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠন কোটা সংস্কার আন্দোলনের ডাক দেয়।

জাল-নৌকা-ই ঠিকানা ভোলার জেলে পল্লীর শিশুদের

নদী ভাঙ্গনে দিশেহারা ঐ জনপদের বসতি ছাড়া আর কিছু নেই। নদীতে মাছ শিকার ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। পৈত্রিক পেশাকে ধরে জীবিকা নির্বাহ করছে হাজার হাজার পরিবার।এসব অঞ্চলে প্রাথমিক বা কিছু জায়গায় মাধ্যমিকের আলো পৌঁছালেও যেন শিক্ষা গ্রহণ না করেই জেলে বা কৃষক হিসেবে গড়ে উঠছে তাদের শিশুরা।

ভোলায় রাসেল ভাইপার আতঙ্ক, এক সপ্তাহে উদ্ধার-১৩

এছাড়াও গত বুধবার (১৯ জুন) তজুমউদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় খেলার মাঠ, মঙ্গলবার (১৮ জুন) সদর উপজেলার পূর্ব ইলিশায় ইউপির পাকার মাথা এলাকায় বসতবাড়ির পাশের জালের সঙ্গে প্যাঁচানো অবস্থায় একটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালু মাঝির বসতঘর, রোববার (১৬ জুন) লালমোহনের লর্ড হার্ডিঞ্জ ইউপির সৈয়দাবাদ এলাকায় একটি বাড়ির বাথরুমে, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা ও সাগর উপকূল উপজেলা চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে আরো ৫টি রাসেলস ভাইপার সাপ দেখা যায়। পরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপগুলোকে মেরে ফেলেন। এর মধ্যে তজুমউদ্দিন উপজেলায় পাওয়া একটি সাপ বনবিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনার পর থেকে জেলাজুড়ে সর্বসাধারণের মাঝে রাসেলস ভাইপার আতঙ্ক বিরাজ করছে।

ভোলায় ফের দেখা মিলল রাসেল ভাইপার, জনমনে আতঙ্ক

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালের দিকে শান্তির হাট এলাকার চায়না ইপিজেড সংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় রাসেল ভাইপারটিকে স্থানীয় লোকজন দেখতে পায়। ওই সময় স্থানীয় লোকজন সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে মাটিতে পুঁতে ফেলে।

ভোলায় "রাসেল ভাইপার" আতঙ্ক

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জালু মাঝির বসতঘরে খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখেন ঘরের লোকজন। পরে ঘরের লোকজন অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ করে বিষধর সাপ রাসেল ভাইপারকে বের হতে দেখেন। এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে জানতে পারেন সাপটি বিষধর রাসেল ভাইপার।

ভোলার মেঘনায় ধরা পড়লো ২ কেজি ৫০০ গ্রামের রূপালী ইলিশ

ভোলার খালের আড়ৎদার মোঃ আলমগীর হোসেনের আড়ৎ-এ তোলা হলে নিলামে মাছটি শরীফ বেপারি ৭ হাজার ২শ’ টাকায় কিনে নেয়।কামাল মাঝি বলেন, নদীতে কোন মাছ নাই, ৬ জন বাগি নিয়ে ৩ দিন আগে নদীতে গেছি যে মাছ পাইছি তাতে বাজার খরচও হয়নি, তার ভিতরে আল্লাহ এই মাছটি দিছে বিক্রি করে ৭ হাজার টাকা পাইছি।

Logo