বিচারাধীন জমি জোর পূর্বক দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ২৯ জুন , ২০২৫ ১৬:৩৪ আপডেট: ২৯ জুন , ২০২৫ ১৬:৩৪ পিএম
বিচারাধীন জমি জোর পূর্বক দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের লোহাগাড়া টেন্ডলপাড়া এলাকায় আদালতে বিচারাধীন জমি জোর পূর্বক দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুরশিদা বেগম গং।
ভুক্তভোগী পরিবারের সদস্য মুরশিদা বেগম উপজেলার টেন্ডল পাড়ার দক্ষিণ জব্বার আলী বাড়ীর আব্দুল মন্নানের কন্যা।
সংবাদ সম্মেলনে মুরশিদা বেগম জানান, ১৯৬৬ ইং, ৩০৫ দলিলে আরএস দাগ ২৭৫১, ২৭৫১, ২৭৩০ ও ৩৪৩৫ দাগে আমার মা ছকুমতাজ ও বড় মা সালেকা বেগমের নামে মো জকরিয়ার পিতা আলি মিয়া হতে ২০ গন্ডা জমি ক্রয় করে।জমি ক্রয়ের পর আমরা জমিতে দির্ঘদিন চাষাবাদ করে আসছি।উক্ত ক্রয়কৃত জমি হতে আমার বড় মায়ের অংশ ১০ গন্ডা বিক্রি করলেও আমার মায়ের অংশ বিক্রি করিনি। একই দলিল থেকে আমার বড় মায়ের ১০ গন্ডা ভোগ করতে পারলে আমার মায়ের ১০ গন্ডা কেন নয়??।আবার বাবার মৃত্যুর পর আমরা অভিভাবকহীনতায় পড়লে জমি বিক্রেতা আলি মিয়ার পরিবার জকরিয়া গং অবৈধভাবে জমি দাবি করলে আমরা আদালতের শরণাপন্ন হয়।আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জকরিয়া গং  আদালতের বিচারাধীন জায়গায় আইনকে তোয়াক্কা না করে জোর পূর্বক দখলের অপচেষ্টা করে যাচ্ছে।গত ২১ এপ্রিল দাড়ালো অস্ত্রদারী সন্ত্রাসী বাহিনি নিয়ে জোরপূর্বক জায়গা দখল করতে আসলে আমরা উপজেলা প্রশাসন,থানা ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে তাদের দখল করতে বারণ করেছেন এবং আর্মি ক্যাম্প থেকে মুঠোফোনে বিচার প্রক্রিয়ায় সম্পন্ন করতে বলেছেন কিন্তু জকরিয়া গং আবারো ১৩ই মে মধ্যরাতে দাড়ালো অস্ত্র নিয়ে জায়গা দখল করতে আসলে ঘঠনাস্থলে আমাদের পরিবারের সদস্যদের সাথে হাতাহাতি হয়। এমন অবস্থায়  আর্মি টহল টিম যাওয়ার পথে ঘঠনা দেখে জকরিয়া গং কে জোর পূর্বক জমি দখলের বারণ করে।আমরা বাংলাদেশ সেনাবাহিনী, লোহাগাড়া প্রশাসন ও থানার ন্যায়বিচার পেয়ে চিরকৃতজ্ঞ।আমাদের পরিবারে জায়গার ওয়ারিশ ৭জনের মধ্যে ৬জনই আমরা মহিলা ১জন ভাই আছে যিনি ঢাকায় চাকরি করে। আমাদের পরিবারে কোনো পুরুষ না থাকায় জকরিয়া গং আদালতের রায়ের অপেক্ষা না করে বার বার দখল করার চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।গতকয়েকদিন ধরে তারা আবারো অবৈধ দখলের পরিকল্পনা করছে।স্থানীয় জনসাধারণ যাতে বাধা না দেয় তাই এলাকায় ডিগ্রি পেয়েছে বলে ভূয়া/ভিত্তিহীন/মিথ্যা তথ্য ছড়াচ্ছে।বর্তমানে উক্ত মামলা হাইকোর্টে আরজি সংশোধন বিষয়ক চলমান হাইকোর্ট শেষ হলে তা আবারো জজকোর্টে মূল মামলা এসে কার্যক্রম চলমান থাকবে।কিন্ত গতকয়েকদিন ধরে আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।আমরা প্রশাসনের বিগত সময়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা কিন্তু জকরিয়া গং এইবারে প্রশাসনকে তারা কিনে নিয়েছে বলে আমাদের ভয়ভীতি দেখাচ্ছি। আমরা প্রশাসনের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাসী এবং আমরা উচ্চ কন্ঠে বলতে চাই আমাদের জায়গা আমরা মৃত্যুর আগ পর্যন্ত দখল করতে দিবো না।যদি দখল করতে হয় আমাদের ৬বোন'কে হত্যা করে দখল করতে হবে।আমরা জায়গায় দাড়িয়ে থাকবো এবং বাধা দিবো।যদি আমাদের মধ্যে কাউকে হত্যা করা হয় তার দায়বার প্রশাসন'কে নিতে হবে।আমি আবারো বলছি।জায়গা আমরা মৃত্যুর আগ পর্যন্ত দখল করতে দিবো না।যদি দখল করতে হয় আমাদের ৬বোন'কে হত্যা করে দখল করতে হবে।আমরা জায়গায় দাড়িয়ে থাকবো এবং বাধা দিবো।যদি আমাদের মধ্যে কাউকে হত্যা করা হয় তার দায়বার প্রশাসন'কে নিতে হবে।তারা একটি রাজনৈতিক দল ও লোহাগাড়া সাতকানিয়ার একজন সম্মানিত ব্যাক্তির নাম বিক্রি করে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। উক্ত রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করলে তারা এ এধরণের অবৈধ কাজে কোনো পশ্রয় দিবে না বলে আমাদের আশা দিয়েছেন।
আমরা বাধ্য হয়ে আপনাদের মাধ্যমে ইউএনও, ওসি, আর্মি কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি—আমার ও আমার পরিবারের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।সংবাদ সম্মেলনে উপজেলার সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo