চাটখিল থানা পুলিশ ৮ মে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৯আসামী কে গ্রেফতার করেছে। এসময় পুলিশ রাব্বি (২৮) নামের এক মাদক কারবারি থেকে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, ছয়ানী টবগা পাইজের বাড়ির মৃত শহিদ উল্যাহর ছেলে মো: সেলিম ( মাইক সেলিম), পরকোট বাদশা মেম্বার দফাদার বাড়ির আমির হোসেন প্রঃ মিলন, দক্ষিন নোয়াখলা এলাকার আবদুল গাফাফার, গোবিন্দপুর আকুয়ালী বেপারী বাড়ীর সোহেল বাপ্পি, নিজ ভাওর এলাকার মো. রহমত উল্যাহ আকাশ, চাটখিল হাওলাদার বাড়ির জাহিদ হোসেন চয়ন, চাটখিল পৌর শহরের দশানী টবগা এলাকার মো. নোমান সবুজ এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আবু বক্কর ছিদ্দিক।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন জানান,গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ইয়াবা কারবারি ও সেবন কারীদের দৌরাত্ম্যে চাটখিল বাসী অতিষ্ঠ। নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যাক্তি জানান চাটখিলের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ইয়াবার কারবার ও সেবন ছড়িয়ে পড়েছে। এখনি প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।