ভোলার বোরহানউদ্দিনের মসজিদের সাথে বিদ্যুৎস্পষ্ট হয়ে বেলাল নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ )সকাল ৮টায় বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের চর গাজী গ্রামে এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সিদ্দিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। বেলাল ওই গ্রামে মোঃ শাহ আলম চৌকিদারের ছেলে। তিনি হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমামও আল ইকমা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থাকা আল ইকমা নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সদ্য নির্মাণ করা ভবনের দেয়ালে মটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এ সময় মোটরের তার লিক হয়ে বিদ্যুৎস্পষ্ট হন বেলাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানার ওসি মো, সিদ্দিকুর রহমান জানান পরিবারে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।