সাবেক স্ত্রীকে এসিডে ঝলসে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

মিলন মাহমুদ প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:১৯ আপডেট: ৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:১৯ এএম
সাবেক স্ত্রীকে এসিডে ঝলসে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড
মানিকগঞ্জে প্রতিহিংসার বশবর্তী হয়ে ডিভোর্সি স্ত্রীকে এসিডে ঝলসে হত্যার দায়ে স্বামী মোঃ নাঈম মল্লিককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

মানিকগঞ্জে প্রতিহিংসার বশবর্তী হয়ে ডিভোর্সি স্ত্রীকে এসিডে ঝলসে হত্যার দায়ে স্বামী মোঃ নাঈম মল্লিককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত আসামী নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের বাসিন্দা।

জানা যায়, স্বামীর ছোঁড়া এসিডে ঝলসে চিকিৎসাধীন অবস্থায় নিহত সাথী আক্তার তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ডিভোর্স দেন। নাঈম মল্লিক প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২০২২ সালের ২৯ জানুয়ারি তার ডিভোর্সী স্ত্রী সাথী আক্তারকে এসিড নিক্ষেপ করলে ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । এঘটনায় মামলা হলে আসামীকে আদালতের মাধ্যমে ১৩ জন স্বাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘাতক স্বামীর মৃত্যুদন্ডাদেশ দেন বিজ্ঞ আদালত।

এই বিভাগের আরোও খবর

Logo