বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে ছিনতাইচেষ্টা একজন গ্রেফতার

মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল প্রকাশিত: ২৪ এপ্রিল , ২০২৫ ১২:২৯ আপডেট: ২৪ এপ্রিল , ২০২৫ ১২:২৯ পিএম
বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে ছিনতাইচেষ্টা একজন গ্রেফতার
দিনাজপুরের বিরামপুর পৌরসভার শান্তির মোড়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা এক ব্যক্তিকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়সহ গ্রেফতার করেছে পুলিশ

দিনাজপুরের বিরামপুর পৌরসভার শান্তির মোড়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা এক ব্যক্তিকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়সহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় বিরামপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, ৩-৪ জনের একটি দল সেখানে অবস্থান করছিল। অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (আইডি কার্ড) ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছে, সে সেনাবাহিনীর সদস্য নয়। পুলিশ মনে করছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতছিল তারা।
উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে ছিনতাইচেষ্টা এবং সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণের অভিযোগে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo