পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রফিকুল ইসলাম জিল্লু প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৪ ০৭:৫৯ আপডেট: ১৬ মার্চ , ২০২৪ ০৭:৫৯ এএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স সাভারে আজ সকাল ১১ টায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স সাভারে আজ সকাল ১১ টায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।

ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান,ভাইস- চেয়ারম্যান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটি। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স মার্কেটের ইনচার্জ আব্দুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২০০ জন দৃষ্টি প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় এই ইফতার সামগ্রী। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল দুই কেজি ছোলার ডাল, এক কেজি খেসারির ডাল, ২ কেজি চিনি, ২ কেজি চিড়া, এক কেজি লবণ, ৫০০ গ্রাম খেজুর ও ২ লিটার সয়াবিন তেল। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব বলেন, প্রতি বছরের রমজানের শুরুতে আমরা অসহায় দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করি। শুধু ইফতার সামগ্রী নয়। দৃষ্টি প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতায় আমরা সারা বছর নিজেদেরকে নিয়োজিত করি।

তিনি আরো বলেন, এগুলো এছাড়াও বিভিন্ন সময়ে আমরা অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, তাদের  ছেলেমেয়েদের কে লেখাপড়া সার্বিক সহযোগিতা প্রদান সহ সকলের সুখে দুঃখে সব সময় আমরা পাশে থাকার চেষ্টা করি। এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা থেকে ইফতার সামগ্রী পেয়ে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হন। তারা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে পাওয়া ইফতার সামগ্রী দিয়ে আমরা সারা রমজানে পরিবার-পরিজন নিয়ে তৃপ্তি সহকারে ইফতার করতে পারবো।

এই বিভাগের আরোও খবর

Logo