তানোরে মৃগী রোগে আক্রান্ত যুবকের পানিতে পড়ে মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১ জুলাই , ২০২৫ ১৬:০৬ আপডেট: ১ জুলাই , ২০২৫ ১৬:০৬ পিএম
তানোরে মৃগী রোগে আক্রান্ত যুবকের পানিতে পড়ে মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

 রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের চকপাড়া বনকেশর গ্রামে মর্মান্তিক এক ঘটনার অবতারণা হয়েছে। মৃগী রোগে আক্রান্ত এক যুবক পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন। মৃত যুবকের নাম জুবায়ের হোসেন (২০)। তিনি ওই গ্রামের জানে আলমের ছেলে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে গ্রামবাসী দেখতে পান, স্থানীয় বাসিন্দা আজাহার আলীর নিজস্ব পুকুরে একটি মৃতদেহ ভেসে আছে। পরে কাছে গিয়ে নিশ্চিত হন, এটি জুবায়ের হোসেনের দেহ। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তানোর থানা পুলিশকে অবগত করেন। জানা যায়, জুবায়ের দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তিনি মায়ের সাথে নানার বাড়িতেই বসবাস করতেন। প্রতিদিনের মতোই মঙ্গলবার ভোরে বাড়ির পাশের পুকুরপাড়ে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, হঠাৎ মৃগীর ঝাঁকুনি ওঠায় তিনি পানিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে হচ্ছে। জুবায়েরের মৃত্যুতে গোটা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানায়, শান্ত স্বভাবের ছেলে ছিল জুবায়ের। তার এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

এই বিভাগের আরোও খবর

Logo