সালথায় দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মাণ, বিপাকে একাধিক পরিবার

শেখ হাচান প্রকাশিত: ২১ মে , ২০২৫ ১৪:৩৩ আপডেট: ২১ মে , ২০২৫ ১৪:৩৩ পিএম
সালথায় দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মাণ, বিপাকে একাধিক পরিবার

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে দীর্ঘ প্রায় অর্ধশত বছরের পুরনো চলাচলের পথ বন্ধ করে নতুন ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে করে কয়েকটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে রাজ্জাক মাতুব্বর (৪০) ও তার পরিবারের চলাচলের একমাত্র পথটি বন্ধ হয়ে গেছে। অভিযোগ রয়েছে, তার চাচাতো ভাই আছাদ মাতুব্বর গং হঠাৎ করে ওই পথের ওপর স্থায়ী ঘর নির্মাণ করে চলাচল বন্ধ করে দেয়।
রাজ্জাক মাতুব্বর জানান, “প্রায় ৫০ বছর ধরে আমরা একই পথে যাতায়াত করে আসছি। এই পথ ছাড়া আমাদের বাড়ি যাওয়া সম্ভব নয়। কিন্তু এখন সেই পথ বন্ধ করে আমাদের বন্দি করে রাখা হয়েছে। পাঁচটি পরিবার চরম কষ্টে আছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
অন্যদিকে অভিযুক্ত আছাদ মাতুব্বর দাবি করেন, “আমরা তাদের পথ বন্ধ করি নাই। বিকল্প পথে চলাচলের সুযোগ রেখেছি। থানায় সালিশ একপেশে হয়েছে বলে তা মানিনি।”
স্থানীয় ইউপি সদস্য মো. জয়নাল বলেন, “আমি বিষয়টি বিস্তারিত জানি না। তবে শুনেছি থানায় কয়েক দফা সালিশ হয়েছে, কিন্তু মীমাংসা হয়নি।”
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, “অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ডেকে মীমাংসার চেষ্টা করা হয়েছে। কোনো পক্ষ মেনে না চললে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য সালিশেও কোনো সুরাহা হয়নি। ফলে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে রাজ্জাক মাতুব্বর ও তার

এই বিভাগের আরোও খবর

Logo