জুম চাষের নামে তিন পার্বত্য জেলায় পরিবেশ ধ্বংস বন্ধের দাবী জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৪ ১২:৩১ আপডেট: ২২ এপ্রিল , ২০২৪ ১২:৩১ পিএম
জুম চাষের নামে তিন পার্বত্য জেলায় পরিবেশ ধ্বংস বন্ধের দাবী জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ
মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ চেয়ারপার্সন এডভোকেট এলিনা খান ও মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান এক যৌথ বিবৃতিতে জুম চাষের নামে তিন পার্বত্য জেলায় পরিবেশ ও জীব বৈচিত্র্য ধ্বংস বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়েছেন।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ চেয়ারপার্সন এডভোকেট এলিনা খান ও মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান এক যৌথ বিবৃতিতে জুম চাষের নামে তিন পার্বত্য জেলায় পরিবেশ ও জীব বৈচিত্র্য ধ্বংস বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়েছেন।

মানবাধিকার নেতৃদ্বয় বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ তিন পার্বত্য জেলায় জুম চাষের নামে আগুন জ্বালিয়ে উজাড় করা হচ্ছে শত শত একর সংরক্ষিত বনভূমি। আর এসব হচ্ছে প্রকাশ্যে। বন বিভাগের কর্মকর্তা কিংবা স্থানীয় প্রশাসনের কোন ভ্রূক্ষেপ নেই। আগুন জ্বালিয়ে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রানী,পশুপাখি,পোকা মাকর। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। সংরক্ষিত বনভূমি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে আবহাওয়া অনিয়ন্ত্রিত ও তাপমাত্রা ভারসাম্যহীন হয়ে পড়ছে। অনেকে স্বাস কষ্ট ও নানা রকম চর্মরোগেও আক্রান্ত হচ্ছে।

এছাড়া বিভিন্ন ইট ভাটা এবং তামাক চাষের জ্বালানি হিসেবে মূল্যবান গাছপালা কেটে প্রতি বছর পাহাড় ও পরিবেশ ধ্বংস করা হচ্ছে। প্রভাবশালী স্বার্থান্বেষী মহলের রক্তচক্ষুর ভয়ে অনেকে মুখ খুলতে পারেন না। বনভূমি উজাড় হয়ে যাওয়ার কারণে পার্বত্য এলাকায় এখন তাপমাত্রা আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এখনই এই সংরক্ষিত বনভূমি রক্ষায় জরুরি ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ জরুরি।

এই বিভাগের আরোও খবর

Logo