দীঘিনালায় হঠাৎ বজ্রপাতে গরু নিহত

মোঃ সোহেল রানা প্রকাশিত: ১০ জুন , ২০২৪ ০৮:৪৭ আপডেট: ১০ জুন , ২০২৪ ০৮:৪৭ এএম
দীঘিনালায় হঠাৎ বজ্রপাতে  গরু নিহত
মাঠে বেঁধে রাখার কারনে গরুটি ছুটে গেয়ে মালিকে বাড়িতে পারেনি। গরুর মালিক গোলাম মোস্তফা জানান, আমার নিজ জমিতে গরুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছিল বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে প্রচন্ড শব্দে বজ্র পড়ে আমার ভয়পেয়ে যাই গরুটি চিৎকার শুনি গিয়ে দেখি গরুর উপর বজ্র পড়েছে। আমার গরুটি মারা গেছে।

খাগড়াছড়ি দীঘিনালার মেরুং ইউনিয়ন‘র রশিক নগর এলাকায় হঠাৎ বজ্রপাতে একটি গরু নিহত হয়েছে।

জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বজ্রসহবৃষ্টি শুরু হয় মাঠে বেঁধে রাখা গরুর উপর বজ্র পড়লে  গরুটি মারা যায়।

মাঠে বেঁধে রাখার কারনে গরুটি ছুটে গেয়ে মালিকে বাড়িতে পারেনি। গরুর মালিক গোলাম মোস্তফা জানান, আমার নিজ জমিতে গরুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছিল বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে প্রচন্ড শব্দে বজ্র পড়ে আমার ভয়পেয়ে যাই গরুটি চিৎকার শুনি গিয়ে দেখি গরুর উপর বজ্র পড়েছে। আমার গরুটি মারা গেছে।

গরুটির বাজার মূল্য আনুমানিক ৬০/৭০হাজার টাকা হবে।মেরুং ইউনিয়ন পরিষদ মেম্বার নাজমুল ইসলাম তারা বলেন, হঠাৎ বজ্রবৃষ্টি পাতে রশিক নগর এলাকায় গোলাম মোস্তফা নামে একজনে একটি গরু মারা গেছে। এখন সামন্য বৃষ্টি হলেই প্রচুর বজ্রপাত হয়।মানুষ ও পোষা প্রাণির জন্য মারাত্বক বিপদজনক।

এই বিভাগের আরোও খবর

Logo