নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন, উন্নয়নের এ অগ্রযাত্রায় সোনারগাঁ একটি মডেল উপজেলায় রূপ নিচ্ছে। শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ ও অবকাঠামো—সবখাতেই আমরা সমন্বিতভাবে এগিয়ে চলছে।
রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা পরিদর্শন ও উপজেলা তথ্য ও প্রযুক্তি সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন,এই প্রযুক্তি সেন্টারটি সোনারগাঁয়ের তরুণ সমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তুলবে। উপজেলা তথ্য ও প্রযুক্তি সেন্টার এর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। । উক্ত অনুষ্ঠানে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ ছাত্রছাত্রীদের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন।এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে "গ্রিন অ্যান্ড ক্লিন সোনারগাঁ" কর্মসূচির আওতায় ১০,০০০তম বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিল (১%) এর আওতায় বারদী ইউনিয়নের পঞ্চমীঘাট জিসি-উচিৎপুরা জিসি ভায়া শান্তির বাজার রাস্তা (চেইনেজ ৯৬৬৮-১০২০৮মি) পুনর্বাসন কাজের উদ্বোধন ঘোষণা এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত আধুনিক অডিটোরিয়াম “অপরাজিতা” এর শুভ উদ্বোধন করেন।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়ারেছ আনসারী, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীগন।