সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ-সহিংসতা ও গুলিতে নিহত ছাত্র জনতা ও বিভিন্ন পেশাজীবি মানুষের স্বরণে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে এক হাজার মোমবাতি প্রজ্বলন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১০ আগস্ট , ২০২৪ ১৬:৪৫ আপডেট: ১০ আগস্ট , ২০২৪ ১৬:৪৫ পিএম
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ-সহিংসতা ও গুলিতে নিহত ছাত্র জনতা ও বিভিন্ন পেশাজীবি মানুষের স্বরণে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে এক হাজার মোমবাতি প্রজ্বলন
অনুষ্ঠানটির আয়োজন করেন যশোরের ব্যান্ড সমন্বয় নামের একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠানে অংশ নেওয়া সকলকে মোমবাতি দেওয়া হয়। এদিকে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সকল ছাত্র-জনতা ছোট বড় পাতাকা হাতে ও কালো পোশাক পরিধান করে আসেন।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের বকুলতলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নেয় যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা। এতে শহীদ মিনার চত্তরে প্রায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। 

অনুষ্ঠানটির আয়োজন করেন যশোরের ব্যান্ড সমন্বয় নামের একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠানে অংশ নেওয়া সকলকে মোমবাতি দেওয়া হয়। এদিকে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সকল ছাত্র-জনতা ছোট বড় পাতাকা হাতে ও কালো পোশাক পরিধান করে আসেন।

প্রথমে জাতীয় সংগীত এরপর মোমবাতি প্রজ্জ্বলনের পর মুক্তির গান 'এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি' গানে মুখরতি হয়ে ওঠে গোটা শহীদ মিনার চত্ত্বর। এরপর পর্যায়ক্রমে কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করে ছাত্র-জনতা। 

আয়োজকরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ২০২৪ সালে একটি নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। এ আন্দোলন সফল করতে শিক্ষার্থীরাসহ বিভিন্ন পেশাজীবি মানুষেরা প্রাণ দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধে সকল শহীদ ও সম্প্রতি এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে শহীদ মিনারে এক হাজার মোমবাতি প্রজ্জ্বলন ও মুক্তির গানের আয়োজন করেছেন

এই বিভাগের আরোও খবর

Logo