ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফরিদ আহম্মেদ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৫৪ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ১৩৬ ভোট।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পুনরায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফরিদ আহম্মেদ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৫৪ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ১৩৬ ভোট।
এছাড়া জাহিদ হাসান বিপ্লব হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৪১৪ ভোট, ঈশ্বর চন্দ্র বর্মন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৯৪৮ ভোট। অন্য দুই প্রার্থী আবেদ হোসেন মিলন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫২ ভোট, সোহরাব হোসেন জোড়া ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে রায়হান কবির রাজু চশমা প্রতীক নিয়ে ৪১ হাজার ২৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাল্ব প্রতীকের তুশিত কুমার সরকার পেয়েছেন ২৮ হাজার ৬৩৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন নাজমিন আরা খাতুন। তিনি হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩ হাজর ৪৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মোছা: নাদিরা বেগম পেয়েছেন ২৯ হাজার ৫৫ ভোট।