যশোর শিক্ষা বোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১০ জুন , ২০২৪ ০৭:৪৭ আপডেট: ১০ জুন , ২০২৪ ০৭:৪৭ এএম
যশোর শিক্ষা বোর্ড  কর্মকর্তা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
সভায় বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেছেন, অফিসের সবাই মিলে আমরা একটা পরিবার। পরিবারের সকলকে সততা ও নিষ্ঠান সাথে দায়িত্ব পালন করতে হবে। তবেই অফিসের সুনাম আরো বৃদ্ধি পাবে। দুরদুরান্ত থেকে আসা শিক্ষক, শিক্ষার্থীরা যাতে সেবা নিতে এসে সেবা না পেয়ে ফিরে না যায়। আর অফিসের তথ্য কেউ বাইরে প্রকাশ করবেন না। আর যদি করেন,তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে অফিসের কর্মকর্তা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের সভা কক্ষে রোববার বিকেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেছেন, অফিসের সবাই মিলে আমরা একটা পরিবার। পরিবারের সকলকে সততা ও নিষ্ঠান সাথে দায়িত্ব পালন করতে হবে। তবেই অফিসের সুনাম আরো বৃদ্ধি পাবে। দুরদুরান্ত থেকে আসা শিক্ষক, শিক্ষার্থীরা যাতে সেবা নিতে এসে সেবা না পেয়ে ফিরে না যায়। আর অফিসের তথ্য কেউ বাইরে প্রকাশ করবেন না। আর যদি করেন,তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সচিব প্রফেসর আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, কর্মকর্তা কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন কর্মকর্তা কল্যাণ সমিতির মুজিবুল হক।

এই বিভাগের আরোও খবর

Logo