সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম অঞ্জনা আক্তার (২০), তিনি জামালগঞ্জ থানাধীন রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।
আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার একটি টিম অঞ্জনা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এরপর একই গ্রামের হাফিজুর রহমান নামে আরেক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুর রহমান পালিয়ে যায়। এ অভিযানের নেতৃত্ব দেন এসআই শামীম কবির। তার সঙ্গে ছিলেন এসআই মাসুদ রানা, এএসআই মো: গোলাম কিবরিয়া এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
গ্রেফতারকৃত অঞ্জনা আক্তার এবং পলাতক হাফিজুর রহমানের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।