সোমবার (১৭ ই ফ্রেব্রুয়ারি২০২৫) টাঙ্গাইলের পৌরউদ্যানে দ্রব্য মূল্য সহনশীল পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনের রুট ম্যাপ দেওয়া সহ আইন শৃঙ্খলা আলোচনা বিশয় নিয়ে এক গণ মহা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ ই ফ্রেব্রুয়ারি২০২৫) টাঙ্গাইলের পৌরউদ্যানে দ্রব্য মূল্য সহনশীল পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনের রুট ম্যাপ দেওয়া সহ আইন শৃঙ্খলা আলোচনা বিশয় নিয়ে এক গণ মহা সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলার বিভিন্ন নেতাকর্মীসহ অন্যান্য উপজেলার বিএনপি সমর্থিত হাজার হাজার মানুষ সমাবেশ স্থলে উপস্থিতি হয়। শহরের প্রধান প্রধান সড়কে হাজারো মানুষের খন্ড খন্ড মিছিল সমাবেশে উপস্থিত হন। উক্ত সমাবেশটি মোঃ হাছানুজ্জামান শাহিন এর সভাপতিত্বে এবং এডভোকেট ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী , সাবেক তথ্যমন্ত্রী, সাবেক বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ডা. মঈন খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, এডভোকেট আহমদ আজম খান কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান । জনতার মেয়র মাহমুদুল হক শানু।কাজি সৈয়েদুল ইসলাম বাবুল টাঙ্গাইল কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক। আবুল কালাম আজাদ। বেনজির আহমেদ টিটু, বিশেষ অতিথি জনাব আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এডভোকেট মোহাম্মদ আলী, জেলাসমাবেশ সাধারণ সম্পাদ জনাব নাসির উদ্দিনের নেতৃত্বে মধুপুর উপজেলা হতে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশ আসেন। এম রতন হায়দার আরোও উপজেলার যোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ সুলতান সালাউদ্দিন টুকু বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারন করে আমারা রাজনীতি করি ।দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,যে নির্দেশ দেয় সে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেতে ঐক্যমত থাকবে । তিনি আরো বলেন, আজকে এই সমাবেশ করছি তার উদ্দেশ্য হলো পবিত্র রমজান মাসে যাতে দ্রব্য মূল্য সহনশীল থাকে।এবংএখানে বি এন পির ও মৌলিক দায়িত্ব রয়েছে যাতে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি না হয়।বিএনপি ও জনগণ একে অপরের পরিপূরক। বিএনপি ক্ষমতায় আসবে সেজন্য বিএনপির সমালোচনা হয়। এজন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে বিএনপি। কাজেই ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না বলে জানান তিনি।
প্রধান অতিথি ডা. মঈন খাঁন বলেন, আপনারা দেখেছেন পাঁচ ই (০৫ ) অগাস্ট ছাত্রজনতার যে অভ্যুত্থান হয়েছিল,তার যে প্রেক্ষাপট ছিল তা থেকে আমাদের আবার নতুন করে বুঝতে হবে ও উপলব্ধি করতে হবে। সারা দেশে নিরহ বিএনপি'র বিরুদ্ধে লক্ষাধিক মামলা দেয়া হয়েছিল। আমরা তার প্রতিবাদ করেছি। তিনি আরো বলেন, নির্বাচন দিতে যতটুক সংস্কারের প্রয়োজন সে টু-কু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার প্রয়োজন। কারণ জনগণ নির্বাচনমুখী। জনগণ তার নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় আগ্রহী বলে জানান তিনি।