রাষ্ট্রীয় মর্যাদায় শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন বাবলু’র দাফন সম্পন্ন

ফেরদৌস করিম প্রকাশিত: ১৩ জুন , ২০২৪ ১১:২৩ আপডেট: ১৩ জুন , ২০২৪ ০৫:২৪ এএম
রাষ্ট্রীয় মর্যাদায় শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন বাবলু’র দাফন সম্পন্ন
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার সময় ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন বাবলু’র দাফনের আগে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

রাষ্ট্রীয় মর্যাদায় ঈশ্বরদী শেরশাহ রোড নিবাসী, বাংলাদেশ অবসরপ্রাপ্ত রেলওয়ে ম্যানস কল্যান পরিষদ এর সভাপতি বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমীন বাবলু’র দাফনসম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার সময় ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন বাবলু’র দাফনের আগে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহাদত হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা তহুরুল আলম মোল্লা, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, জাহিদুল আলম সনু, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সাংবাদিক আবুল হাশেম, সংগঠক আতাউর রহমান বাবলু, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরোও খবর

Logo