অভয়নগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ১৮ মার্চ , ২০২৫ ১২:৪৪ আপডেট: ১৮ মার্চ , ২০২৫ ১২:৪৪ পিএম
অভয়নগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস  অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  রবিবার দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পাকেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সন্নিকটে অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  লাভলী খাতুন। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার  শেখ তৈয়েবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার হাফিজা খানম সহ  ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারগন ও কৃষক কৃষাণীবৃন্দ। ক্যাপসিকাম চাষের উপযোগি আবহাওয়া, জমি প্রস্তুত করণ, সঠিক নিয়মে সার ও জৈব বালাইনাশক  ব্যবহার করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রদর্শনীভুক্ত কৃষক জানান তিনি প্রকল্প হতে চারা, সার, জৈব বালাইনাশক  ও আন্তঃপরিচর্যা সহায়তা পেয়েছেন। ১০ শতক প্রদর্শনী তে এ যাবৎ সংগ্রহ ৬৪ কেজি ক্যাপসিকাম যার বাজারমূল্য ১২৮০০/ অর্থাৎ বোরো ধানের তুলনায় ক্যাপসিকাম উচ্চমূল্যের ফসল।

এই বিভাগের আরোও খবর

Logo