জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরে এক র্যালি বের হয়।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরে এক র্যালি বের হয়। র্যালি শেষে দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) আকিব ওসমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভার শুরুতে এই দিবসটির তাৎপর্য সম্পর্কে সভাপতি আকিব ওসমান সকল কে অবহিত করেন। পাশাপাশি তিনি স্থানীয় সরকারের মাধ্যমে সকলকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোকে জনকল্যাণে কাজ করার অনুরোধ জানান। সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, ইসলামী আন্দোলনের সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সাংবাদিক আবু তৈয়ব, মামুন হোসেন, আনিস আহম্মেদ হানিফ, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, কৃষি অফিসার জোনায়েদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: রনি । জেএসডি নেতা সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বলেন, এরশাদ সরকারের আমলে আমরা যখন উপজেলা প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামরত ছিলাম তখন বাংলাদেশের বড় রাজনৈতিক দল আওয়ামীলীগ, বিএনপি ও জামায়াতে ইসলাম এই উপজেলার বিরোধিতা করেছেন। আমাদের কে এরশাদের দালাল বলে গালমন্দ করেছেন। আমাদের নেতা স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় বীর আ স ম আবদুর রব জনসভায় বলেছেন আমরা যদি দালালী করে থাকি তা জনগণের জন্য কল্যাণে করেছি। ইনশাল্লাহ আমার উপজেলা বাস্তবায়ন করতে পেরেছি। আজকের এসভায় যারা উপস্থিত আছেন এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে উপজেলা ব্যবস্থায় দেশের জন্য ক্ষতি হয়েছে? এমন কেউ থাকলে দাঁড়িয়ে বলুন। অবশ্যই উপজেলা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে দেশবাসী উপকৃত হয়েছেন। আমরা আশা রাখি তরুণ নেতৃত্বে যারা দেশ গড়ার অঙ্গিকার করেছেন তারা উপজেলায় আদালত ফিরিয়ে এনে ও সারা দেশের উপজেলা শিল্প অঞ্চল গড়ে তোলে স্থানীয় জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ব্যবস্থা করবেন।