প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে গৌরীপুর বিক্ষোভ

শামীম খান প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৫ ১৭:৫৩ আপডেট: ২২ এপ্রিল , ২০২৫ ১৭:৫৩ পিএম
প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে গৌরীপুর বিক্ষোভ
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার। সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম। সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ, আল ইমরান খান, রামগোপালপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, ছাত্রদল নেতা আবু সায়েম,,সুমন,সৌরভ সরকার, শুভ সরকার,জনি,মোমেন প্রমুখ। বক্তারা বলেন, আমাদের ভাই, ছাত্রদল কর্মী পারভেজ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ আমরা একত্রিত হয়েছি। দ্রুত পারভেজ হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সন্ত্রাসীদের ফাঁসি চাই।

এই বিভাগের আরোও খবর

Logo