কেন্দুয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি)'র যোগদান ও একান্ত সাক্ষাৎকার

কোহিনূর আলম প্রকাশিত: ২৪ এপ্রিল , ২০২৫ ১২:৪১ আপডেট: ২৪ এপ্রিল , ২০২৫ ১২:৪১ পিএম
কেন্দুয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি)'র যোগদান ও একান্ত সাক্ষাৎকার
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নিলুফা ইয়াসমিন নিপা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নিলুফা ইয়াসমিন নিপা ।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সংক্ষিপ্ত এক একান্ত সাক্ষাৎকারে জানা যায় , ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন তিনি । তাঁর বাবার নাম মোঃ নূর হোসেন , মায়ের নাম রওশনারা । নবাগত সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা ঢাকার ইডেন কলেজ থেকে ইংরেজি বিভাগে পড়াশোনা শেষ করেন । শিক্ষা জীবন শেষ করে তিনি ৩৭তম বিসিএস এর মাধ্যমে প্রথম যোগদান করেন লক্ষীপুর ডিসি অফিস । সর্বশেষ নেত্রকোণার আটপাড়া উপজেলা থেকে গত বুধবার (১৫ এপ্রিল) কেন্দুয়ায় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হোন । একান্ত সাক্ষাৎকারে তিনি আরো জানান, নামজারি ও মিসকেসসহ প্রতিটি কাজ এখন অনলাইন ভিত্তিক । কম সময়ে ও খুব অল্প পরিমাণ সরকারি ফি'তে কোন হয়রানি ছাড়াই ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য । এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন ।

এ সময় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে বরণ করে নেন উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

এই বিভাগের আরোও খবর

Logo