বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)চাটখিল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)চাটখিল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)চাটখিল উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক, প্রভাষক জসিম মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি (বাসাস)কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক ও চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো.হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত ও সিনিয়র সাংবাদিক প্রফেসর দীন মোহাম্মদ। বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি'র অর্থ সম্পাদক ও আমার দেশ চাটখিল প্রতিনিধি মামুন চৌধুরী,সদস্য প্রধান শিক্ষক মো: হানিফ, সাইফুল ইসলাম বাবর, মোজ্জামেল হক লিটন, ইলিয়াস কাঞ্চন ।
সভায় উপস্থিত ছিলেন, দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকা'র প্রকাশক ও সম্পাদক নুর আলম, সাংবাদিক সমিতি'র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ তুষার ও সদস্য আলমগীর হোসেন হিরু প্রমূখ।
সভায় প্রধান অতিথি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বলেন বিশ্ব গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সাংবাদিকরা যেন স্বাধীন ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে রাষ্ট্র কর্তৃক তা নিশ্চিত করা। তিনি বলেন সারাদেশে সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এইসব মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের ন্যায় কলম সৈনিক সাংবাদিকদের ভাতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার কাছে জোরদাবী জানান।