ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর মুরাল 'পিতা এবং মুজিব মঞ্চ' উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি প্রধান অতিথি এর উদ্বোধন করেন।
ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর মুরাল 'পিতা এবং মুজিব মঞ্চ' উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি প্রধান অতিথি এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ।প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, অতীতের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি ফরিদপুরে জাতির জনকের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে আশ্বাস দেন।উল্লেখ্য, ২৬ ফুট দৈর্ঘ্যের ম্যুরালটিকে ২৬ শে মার্চ, ৭-বেদী ৭ মার্চ ও ১৭ টি পিলার ১৭ মার্চ বোঝানো হয়েছে।