চট্টগ্রামের লোহাগাড়ায় চোরাইকৃত পাঁচটি ব্যাটারিসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম কুতুপালং ৯নং ওয়ার্ড এলাকার মৃত সৈয়দ আলমের পুত্র দিদারুল আলম (২৯) এবং একই এলাকার মৃত খুইল্যা মিয়ার পুত্র আব্দুস শুক্কুর (৩৫)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকার সামনে অভিযান পরিচালনা করে চোরাইকৃত পাঁচটি ১২ বোল্ডের ব্যাটারিসহ ২জন চোরকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতের বিরুদ্ধে উখিয়া থানায় দুজনের বিরুদ্ধে চুরি ও ডাকাতির মামলা রয়েছে এবং চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানাও মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।