লামা উপজেলার পর্যটন শিল্পের বিকাশে সম্ভাবনা ও প্রতিবন্ধকতা রোধে মতবিনিময় সভা।

মোহাম্মদ হাছান প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:২০ আপডেট: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:২০ পিএম
লামা উপজেলার পর্যটন শিল্পের বিকাশে সম্ভাবনা ও প্রতিবন্ধকতা রোধে মতবিনিময় সভা।
লামা উপজেলার পর্যটন শিল্পের বিকাশ, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা রোধে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রতিনিধি টিমের সাথে উপজেলা প্রশাসন, লামা থানা ও পর্যটন মালিকদের "মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়।

লামা উপজেলার পর্যটন শিল্পের বিকাশ, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা রোধে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রতিনিধি টিমের সাথে উপজেলা প্রশাসন, লামা থানা ও পর্যটন মালিকদের "মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি: জনাব রুপায়ন দেব, উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:), লামা, বান্দরবান।  আরো উপস্থিত আছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও টোয়াব এর সাবেক সভাপতি শিবলুল আজম কোরাইশি, টোয়াব আন্তর্জাতিক পরিচালক মো. মনছুর আলম পারভেজ, পরিচালক মিডিয়া এন্ড পিআর মো. ইউনুছ, পরিচালক প্রিন্ট ও পাবলিকেশন এস এম বিল্লাল হোসাইন সুমন, চ্যানেল আই সিনিয়র করেসপন্ডেন্ট মাজহারুল হক মান্না, টোয়াব ডিরেক্টর এসোসিয়েট মো. নাছির উদ্দীন বাদল, লামা পর্যটন মালিক সমিতির আহবায়ক দেলোয়ার হোসেন রফিক, যুগ্ন আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুল মাওলা ইরাক, লামা থানা প্রতিনিধি (এসআই) মো. রুহুল আমিন, সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, মুহাম্মদ কামালুদ্দিন, মো. ফরিদ সহ প্রমূখ। এছাড়া পর্যটন মালিক, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo