নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবা ( ১৪ অগাস্ট ) দুপুর একটার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শেখ ফরিদ (১২) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামেরর রবিন আলির ছেলে গোলাম রাব্বানি (১২)। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার উপজেলার নওপাড়া গ্রামের হাজি আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ১০-১২ জন ছাত্র নদীতে গোসল করতে নামে। এ সময় শেখ ফরিদ ও গোলাম রব্বানি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার লতিফুল বারি জানান রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে । লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা থানা এলাকা।