ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আহমদ উল্লাহ প্রকাশিত: ২৫ জানুয়ারী , ২০২৫ ২৩:৪৪ আপডেট: ২৫ জানুয়ারী , ২০২৫ ২৩:৪৪ পিএম
ঐতিহাসিক  তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
বায়েজীদ শেরশাহ কলোনি বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদের উদ্দ্যোগে ৩ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বৃহত্তর শেরশাহ কলোনী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

বায়েজীদ  শেরশাহ কলোনি  বাংলাদেশ ইসলামী মুজাহিদ  পরিষদের উদ্দ্যোগে  ৩ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল  বৃহত্তর শেরশাহ কলোনী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। ২৪ শে জানুয়ারি শুক্রবার সমাপনী দিবসে বক্তব্য প্রদান করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আবুল হাসান আনসারী। এতে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত  ছিলেন বিশিষ্ট ইসলামী  চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন ড. আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী।  বক্তারা বলেন বর্তমানে ইহুদী  নাসারাদের দ্বারা ইসলাম এবং  মুসলিমরা  বিভিন্ন ষড়যন্ত্রের শিকার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্রের প্রতিবাদ  করার জন্য অনুরোধ জানান।   মাহফিল এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইদ্রিস সাহেবের সার্বিক তত্তাবধানে  সম্মানিত মা বোনদের জন্য  পর্দা সহকারে আলোচনা শুনার ব্যবস্থা করা হয় এবং  মাহফিল সুচারুরুপে  সম্পন্ন হয়। রাত ১২ টায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্ত  হয়।


এই বিভাগের আরোও খবর

Logo