নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজারে নিউ বনফুল সুইট এন্ড ফাস্টফুড দোকানে শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে ।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজারে নিউ বনফুল সুইট এন্ড ফাস্টফুড দোকানে শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার (৪ মার্চ) আনুমানিক ভোর ৬ টা থেকে ৭টার দিকে কেন্দুয়া বাজারের থানা রোডে এ চুরির ঘটনাটি ঘটে বলে ধারণা করা হয় ।
সরেজমিনে জানা যায়, দোকানের শাটার ভেঙে দোকানের ক্যাশে রাখা (আনুমানিক) নগদ দেড় লাখ টাকা, দৈনিক বেচাকেনার নগদ টাকা ও দোকানে রাখা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোর/ চোরেরা । নিউ বনফুল সুইট এন্ড ফাস্টফুড দোকানের ব্যবসায়ী মো. বাছির মিয়া বলেন, রাতে দোকানে ছিলাম না । সকাল সাতটা সাড়ে সাতটার দিকে চুরির ঘটনাটি আমাকে একজন ফোন কলে জানায় । আমি জানি না -কে বা কারা এর সাথে জড়িত ।
থানা রোডের নৈশ প্রহরী মো. আবু সাদেক মিয়া বলেন, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আমি ঢেউটি করেছি । আমার ধারণা চুরির ঘটনাটি ভোর ৬টার পরেই ঘটেছে ।
মা বস্ত্রালয় ও দর্জি বাড়ি এর মালিক ও ব্যবসায়ী আক্ষেপ করে বলেন, কিছুদিন পর পর বাজারে চুরি -যা কারোরই কাম্য নয় । এতে আমরা ব্যবসায়ীরা আতঙ্কে থাকি ৷ নিরাপত্তার স্বার্থে বাজারে সিসিটিভি মেরামত ও স্থাপন খুবই জরুরি । তাছাড়া বাজার কমিটি ও প্রশাসনের মাধ্যমে বাজারের নিরাপত্তা আরো জোরদার করা প্রয়োজন ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তিনি আরো বলেন, এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নি ।