স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ওই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয় প্রার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় ডা:ইফতে খাইরুল আলম তানভীর, ডা: অশেষ কুমার রায়, ডা: নাইমা ইসলাম পিংকি,
উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সদস্য রেজাউল হাসান সাফিত, তরুণ সাংবাদিক হাসান মিয়া,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ নার্সরা উপস্থিত ছিলেন।