৯ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ ফেলে ঠিকাদার উধাও

মোঃ মহসিন হোসেন প্রকাশিত: ২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:২১ আপডেট: ২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:২১ পিএম
৯ কিলোমিটার রাস্তা মেরামতের  কাজ ফেলে ঠিকাদার উধাও
এতে ভোগান্তিতে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। সড়ক বিভাগের কর্তৃপক্ষ বলছেন ঠিকাদার প্রতিষ্ঠাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা তাদের কাজ বাতিল করার জন্য চেষ্টায় আছি।

টাঙ্গাইলে ৯কিলোমিটার  রাস্তা মেরামতের কাজ ফেলে ঠিকাদার উধাও। এতে ভোগান্তিতে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। সড়ক বিভাগের কর্তৃপক্ষ বলছেন ঠিকাদার প্রতিষ্ঠাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা তাদের কাজ বাতিল করার জন্য চেষ্টায় আছি। জানা যায় জেলার কালিহাতী বাসস্ট্যান্ডে থেকে রতনগঞ্জ সিএনজি স্ট্যান্ডে পর্যন্ত ৯ কিলোমিটার মেরামতের জন্য ১১ কোটি টাকা ব্যায়ে কাজ পায়  আবেদ মুনছুর কনস্ট্রাকশন  জয়েন বেঞ্চার হাসান টেকনো লিমিটেড ঠিকাদারী প্রতিষ্ঠান।  কাজটি ৩০ ডিসেম্বর ২০২৩ সালে সমাপ্তি হওয়ার কথা ছিল। সরেজমিনে দেখা যায়, কালিহাতী বাসস্ট্যান্ডে থেকে রতনগঞ্জ সিএনজি স্ট্যান্ডে পর্যন্ত ৯কিলোমিটার রাস্তা ভেঙ্গে পাথরের খোয়া ফেলে রেখেছে দীর্ঘদিন যাবত। সড়কের  কাজ না করার কারণে যানবাহন চলাচলের সময় ধুলাবালু উড়ে কিছুই দেখা যায় না। যাত্রীরা চলাচল করছে নাকে কাপড় গুঁজে। এদিকে ধুলাবালির হাত থেকে রক্ষা পেতে সড়ক-সংলগ্ন এলাকার বাসিন্দারা সড়কে পানি ছিটাচ্ছেন। সড়কের আশপাশের ঘরবাড়ি ও গাছ ধুলার  আবরণে বিবর্ণ হয়ে গেছে। এই সড়ক দিয়ে চারান, টেংগুরিয়া,বল্লা, সিংগাইর, বেলাবাড়ী, রামপুর, পাকুটিয়া, নাগবাড়ী, রতনগঞ্জ, গান্ধীনা, আউলিয়াবাদ ও সখিপুর উপজেলার  প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের চলাচল। উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পশ্চিম পাকুটিয়া গ্রামের মুদির দোকান মালিক আব্দুল (৬০) জানান, রাস্তার এই অবস্থার থাকায় ঠিকমতো দোকান করতে পারছিনা। পাশের থাকার ঘরেও ময়লার কারণে   বসবাস করা কঠিন হয়ে গেছে। মানুষের কাছে শুনি ঠিকাদার উধাও হয়ে গেছে। সখিপুর উপজেলার বহেরাতুল গ্রামের মোটরসাইকেল চালক কবির হোসেন বলেন, আমার সামনে একদিন একটি অটোরিকশা পাথরের খোয়ার সাথে লেগে রাস্তার নিচে পড়ে যায়। এসময় কয়েকজন যাত্রী আহত হয়। রাস্তাটি দীর্ঘদিন পড়ে থাকায় আমাদের সমস্যা হচ্ছে। পাথরের খোয়া মোটরসাইকেলের চাকায় লেগে মাঝে মধ্যে নিয়ন্ত্রণ রাখা যায় না। অটোরিকশা চালক চাঁন মিয়া ও যাত্রী কাজি আলতাফ হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই গাড়ি চালাই মাঝে মধ্যেই দুর্ঘটনায় পরতে হয়। তারা  আরো বলেন, পাথরের খোয়া উঠে যাওয়ার কারণে মাঝে মধ্যেই মটর সাইকেল পড়ে যাইতে দেখেছি। এদিকে আমাদের অটোরিকশা যেখানে তিন বছর চালালে যে ক্ষতি না হইতো সেখানে এক বছরেই শেষ হয়ে যাচ্ছে। পিকআপ চালক ওমর আলী জানান, এই রাস্তায় নিয়মিত গাড়ি চালাতে হয়, টায়ারের ফাঁকা জায়গায় দিয়ে পাথরের খোয়ার ডুকে টায়ার ফেটে যাচ্ছে। গাড়িতে মালামাল লোড দিয়ে নিয়ে যাওয়া খুব ভোগান্তিতে আছি।  মসজিদ নামাজ পড়তে যাওয়া স্থানীয়  জামাল (৭০) বৃদ্ধা  বলেন, বাড়ি থেকে রাস্তায় বের হলে শরীর এবং পোশাকে গাড়ির বাতাসে ধুলাবালিয়ে কালার পরিবর্তন হয় যায়। গাছ পালা চিনার উপায় থাকছে না। রাস্তার সাথে বাড়ি ঘরের মানুষ ঠিলা কলস দিয়ে পানি দিয়েও কাজে লাগছেনা, উড়ন্ত ধুলাবালির কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে।  এবিষয়ে আবেদ মুনছুর কনস্ট্রাকশন জয়েন বেঞ্চার হাসান টেকনো লিমিটেড এর নামের ঠিকাদার প্রতিষ্ঠানের মোবাইল ০১৯৬৯১১১৯৯৯ এই নাম্বার বার বার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম এবিষয়ে বলেন, আমাদের প্রতিদিন এই রাস্তায় যাইতে হয় সর্বোচ্চ ভোগান্তিতে আছি আমরা। মধুপুরের সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী,  মোঃ সোহেল মাহমুদ জানান, আবেদ মুনছুর কনস্ট্রাকশন জয়েন বেঞ্চার হাসান টেকনো লিমিটেড নামের ঠিকাদার প্রতিষ্ঠান কালিহাতী বাসস্ট্যান্ড থেকে রতনগঞ্জ সিএনজি স্টান পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা প্রায়  ১১ কোটি টাকার রাস্তা মেরামতের  কাজ পান।  তিনি আরো জানান, ঠিকাদার প্রতিষ্ঠাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমরা তাদের কাজ বাতিল করার জন্য চেষ্টায় আছি।

এই বিভাগের আরোও খবর

Logo