চাটখিলে ঔষধ প্রশাসনের অভিযান

মোঃ হানিফ প্রকাশিত: ৬ মার্চ , ২০২৪ ১৭:৫০ আপডেট: ৬ মার্চ , ২০২৪ ১৭:৫০ পিএম
চাটখিলে ঔষধ প্রশাসনের অভিযান
চাটখিল পৌর বাজারে আজ (৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে ঔষধ প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এসময় মেডিকেয়ার ফার্মেসীতে অবৈধভাবে ভারতীয় ঔষধ মজুদ পাওয়া যায়। পরে ঐ ফার্মেসীকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

চাটখিল পৌর বাজারে আজ (৬ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে ঔষধ প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এসময় মেডিকেয়ার ফার্মেসীতে অবৈধভাবে ভারতীয় ঔষধ মজুদ পাওয়া যায়। পরে  ঐ ফার্মেসীকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

তবে ঔষধ প্রশাসনের উপস্থিতির টের পেয়ে বেশির ভাগ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সরে পড়ে। এতে ১০/১২টি ঔষধ দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নোয়াখালী ড্রাগ সুপার (ঔষধ প্রশাসন) আফ্রাহিক ইকবাল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস ও ডাগিস্টস সমিতির চাটখিল উপজেলা সভাপতি ফজলুল রব বাবুল, সাধারন সম্পাদক মো. ফয়েজুল ইসলাম পাটোয়ারী।

এই বিভাগের আরোও খবর

Logo