বগুড়ার ধুনট উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজানের পবিত্রতা উপলক্ষে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজানের পবিত্রতা উপলক্ষে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। (পহেলা মার্চ) শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান সরকার, উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুবুর রহমান।
রমজানের পবিত্রতা নিয়ে আলোচনায় হোটেল বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়। এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সকল ব্যবসায়ী দের অনুরোধ জানানো হয়েছে। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডেল মসজিদের কেয়ার টেকার আব্দুল হালিম, মডেল মসজিদের পাঠাগার কেয়ারটেকার আবু তাহের, সাধারন কেয়ার টেকার আবু সাঈদ, মডেল শিক্ষক মাওলানা আরিফুর রহমানসহ ইমাম ও শিক্ষকগণ । আলোচনা শেষে একটি মিছিল বের করে ধুনট বাজার প্রদক্ষিন করে সবাই উপজেলা মডেল মসজিদে ফিরে আসে।