পাইকগাছায শিবসা নদীতে কুমির , আতঙ্কে মৎস্য জীবী ও এলাকাবাসী

মোঃ রফিকুল ইসলাম খান প্রকাশিত: ১৭ মার্চ , ২০২৪ ১০:৩০ আপডেট: ১৭ মার্চ , ২০২৪ ১০:৩০ এএম
পাইকগাছায শিবসা নদীতে কুমির ,  আতঙ্কে মৎস্য জীবী ও এলাকাবাসী
পাইকগাছায় শিবসা নদীতে কুমির দেখা গেছে। কুমির দেখতে এলাকাবাসী শিবসা নদীর আলমতলা নামক স্থানে ভিড় জমায়। আলমতলা এলাকার দিনার সানা জানান, শনিবার দুপুরে জোয়ারের সময় লস্কর ইউনিয়নের আলমতলা বাজারের পাশে চরে বিশাল আকারের একটি কুমির দেখা যায়।

পাইকগাছায় শিবসা নদীতে কুমির দেখা গেছে। কুমির দেখতে এলাকাবাসী শিবসা নদীর আলমতলা নামক স্থানে ভিড় জমায়। আলমতলা এলাকার দিনার সানা জানান, শনিবার দুপুরে জোয়ারের সময় লস্কর ইউনিয়নের আলমতলা বাজারের পাশে চরে বিশাল আকারের একটি কুমির দেখা যায়।

এসময় এলাকাবাসি কুমিরটিকে দেখতে নদীর কুলে ভীড় জমায়। লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জাম তুহিন বলেন, এলকাবাসীর সংবাদে নদির চরে কুমিরটি দেখতে গেছি। মাঝে মধ্য কুমিরটি স্থান পরিবর্তন করছে। সাগরের কুমির নদী দেখে মৎস্য জীবীরা আতঙ্কে রয়েছে। এ বিষয় মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, খাবারের সন্ধানে কুমিরটি শিবসা নদীতে ঠুকে পড়তে পারে। এলাকাবাসিকে সতর্ক থাকতে হবে কোন প্রকার প্রানী যেন নদীতে না নামে।

এই বিভাগের আরোও খবর

Logo