নোয়াখালী কোম্পানীগঞ্জে ২০১৩ সালে আলোচিত ৭ খুনের ঘটনায় আদালতের নির্দেশে কবর থেকে নিহত আব্দুল আজিজ রায়হানের লাশ উত্তোলন করে।
২৪ ফেব্রুয়ারী (সোমবার) সকালে নিহত আব্দুল আজিজ রায়হানের লাশ পারিবারিক কবরের স্থান থেকে উত্তোলন করে। ময়নাতদন্তের মাধ্যমে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে দোষীদের বিচারের দাবি জানিয়েছে বসুরহাট পৌরসভার আমির মাওলানা মোশারফ হােসেন। তিনি আরও বলেন কোম্পানীগঞ্জে ২০১৩ সালে পূর্বঘোষিত আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামিলীগ এবং পুলিশের গুলিতে শিবিরের ৭ কর্মী নিহত হয় অনেকে গুরুতর আহত হয়েছে,তাদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি রায় দিয়ে দ্রুত কার্যকর করে।