জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্ধ থাকা আলহাজ জুটমিলে মূল্যবান যন্ত্রপাতি চুরির অভিযোগে চোর চক্রের সক্রিয় পাঁচজন সদস্য, তিনজন জুয়াড়ি ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা সরিষাবাড়ী থানা পুলিশ। ১০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- চোরচক্রের সদস্য সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ী এলাকায় সুন্দর আলীর ছেলে সাজ্জাদ হোসেন স্বচ্ছ, একই এলাকার রাসেল মিয়ার ছেলে রাজ মিয়া, সোহেল চাকলাদারের ছেলে সূর্যা চাকলাদার, চাঁদ শিমলা গ্রামের নুরুল হকের ছেলে কামাল হোসেন ও মহাদান ইউনিয়নের ফরিদ পাঠানের ছেলে সনি পাঠান, জুয়াড়িরা হলেন পৌরসভার আব্দুল জব্বারের ছেলে মামুনুর রশিদ, দুদু মিয়ার ছেলে ছানোয়ার হোসেন ও হযরত আলীর ছেলে মজনু মিয়া। এছাড়া চাপারকোনা গ্রামের তাজিন মিয়া নামের একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চোর চক্রের সক্রিয় সদস্যরা বন্ধ থাকা আলহাজ জুটমিলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে আসছিল। ১০ এপ্রিল দিবাগত রাতে জুট মিলের ভেতরে ঢুকে মেশিনের লোহার তৈরি প্রায় ২০ পিস পিনিয়াম চুরি করে নিয়ে যায়। এসব পিনিয়ামের বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করে। অপরদিকে পৃথক অভিযানে তিনজন জুয়াড়ি ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার নয়জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে ১১ এপ্রিল শুক্রবার বিকালে আদালতে মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।