রায়পুর উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

মোঃজহির হোসেন প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:৩১ আপডেট: ২২ এপ্রিল , ২০২৪ ০৯:৩১ এএম
রায়পুর উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে তিন পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। আজ রবিবার (২১ এপ্রিল) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিনে জেলা নির্বাচন অফিসে এসে সবাই নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে তিন পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল  করেছে।
আজ রবিবার (২১ এপ্রিল) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিনে জেলা নির্বাচন অফিসে এসে সবাই নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, কৌসিক সোহেল, আনোয়ার হোসেন গাজী, শফিকুর রহমান খান ও নুর উদ্দিন ভাট শিপলু, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, হাসিনা আক্তার ও কহিনুর বেগম  তাদের মনোনয়ন দাখিল করেন।

রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা বলেন, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলাব্যাপী এ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হবে । তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে জিরো টলারেন্স। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা করণীয়  আমরা তাই করবো।প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

এই বিভাগের আরোও খবর

Logo