বাংলাদেশ ব্যাংক এর ব্যাংক এর সহযোগিতায় ও সোনালী ব্যাংক পিএলসির তত্বাবধানে লোহাগাড়ার সকল ব্যাংকার্সদের সমন্বয়ে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ ব্যাংক এর ব্যাংক এর সহযোগিতায় ও সোনালী ব্যাংক পিএলসির তত্বাবধানে লোহাগাড়ার সকল ব্যাংকার্সদের সমন্বয়ে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
২৮এপ্রিল (সোমবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সোনালী ব্যাংক পিএলসি চট্টগ্রামের পটিয়া প্রিন্সিপ্যাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) ওসমান গনির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান।
সোনালী ব্যাংক পিএলসি লোহাগাড়া শাখার ব্যবস্থাপক হোছাইন মোহাম্মদ মহি উদ্দিনের সঞ্চালনায় ওয়ার্কশপে রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক দেলাওয়ার হোছাইন, উপ-পরিচালক(ক্যাশ) সানু মজুমদার।
অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা ও বিভিন্ন ব্যাংকের লোহাগাড়া শাখা ব্যবস্থাপক ও অফিসাররা উপস্থিত ছিলেন।
ওয়ার্কসপে বক্তারা জানান, কোরবানী ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার নোটের লেনদেনের চেষ্টা চালায়। এই সময় জাল নোট চক্রকারীরা খুব বেশি বেপরোয়া হয়ে উঠে। জাল নোট না চেনার কারণে অনেকেই বিপদে পড়তে হয়। কর্মশলায় জাল নোট সনাক্তকরনসহ সচেতনতা বৃদ্ধি বিষয়ক এবং সবাইতে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।