মেলান্দহ উপজেলা থেকে প্রতারক চক্রের মুল হোতা আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৫ মে , ২০২৫ ১৩:৩৯ আপডেট: ৫ মে , ২০২৫ ১৩:৩৯ পিএম
মেলান্দহ উপজেলা থেকে প্রতারক চক্রের মুল হোতা আটক

 জামালপুর জেলার মেলান্দহ থানাধীন পশ্চিম ছবিলাপুর এলাকায় প্রতারণা ও ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার একটি চাঞ্চল্যকর ঘটনায় শনিবার রাতে জেলা পুলিশ সফল অভিযান পরিচালনা করেছে। জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে এসআই মো: আব্দুল্লাহ আল আজাদ-এর নেতৃত্বে ডিবি পুলিশের  একটি দল শনিবার রাতে জামালপুরের শেখেরভিটা ও চাড়াল কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে লাভলু নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লাভলু মেলান্দহের উপজেলার হাজরাবাড়ী পৌরসভা ফকির পাড়া এলাকার বাসিন্দা। সে জামালপুর পৌর এলাকার  শেখেরভিটায় বসবাস করে। লাভলুকে গ্রেফতারকালে  তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ইমু অ্যাকাউন্টের তথ্য, এবং কথিত মাদক ব্যবসায়ীদের তালিকার নকল কপি উদ্ধার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, জামালপুর জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এই ঘটনায় অভিযুক্তরা ডিবি পুলিশের নাম অপব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করছিল, যা সমাজে আতঙ্ক ও অবিশ্বাস সৃষ্টি করেছে। আমাদের গোয়েন্দা শাখার দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমরা জনগণকে আশ্বস্ত করছি, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। জনগণকে অনুরোধ করব, এ ধরনের প্রতারণার শিকার হলে অবিলম্বে নিকটস্থ থানা বা জেলা পুলিশের সাথে যোগাযোগ করুন। পুলিশ আপনার বন্ধু, শত্রু নয়।
 তিনি আরও বলেন, এই প্রতারণা চক্রের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo