আইন শৃঙ্খলা কমিটির সভা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৩ জানুয়ারী , ২০২৫ ১৩:৩৫ আপডেট: ১৩ জানুয়ারী , ২০২৫ ০৭:৩৭ এএম
আইন শৃঙ্খলা কমিটির সভা
এইচএমপিভি ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকার আহবান সিভিল সার্জনের মিরাজুল কবীর টিটো সদর উপজেলা প্রতিনিধি যশোর এইচএমপিভি ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা।

এইচএমপিভি ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকার আহবান সিভিল সার্জনের মিরাজুল কবীর টিটো সদর উপজেলা প্রতিনিধি যশোর এইচএমপিভি ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় এ আহবান জানান।তিনি বলেন নতুন ভাইরাস এইচএমপিভি কতটা সংক্রমন হবে তার  সঠিক তথ্য নেই। তবে আতঙ্ক হওয়ার কিছুই নেই। করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষ যেমন মাক্স পড়তো, তিন ফিট দুরাত্বে কথা বলতো, সাবান দিয়ে হাতো পরিস্কার করতো।  সেগুলো এখন করতে হবে। উপজেলা পর্যায়ে সতর্কতা বাড়ানো হচ্ছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, পাচার, অপহরণ ও মাদক দ্রব্য ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তা আরো কঠোর হতে হবে। সীমান্তে চেক পোষ্ট জোরদার করতে হবে গাড়ি চেকিং ও পেট্রোল ডিউটি ও ট্রাস্ক পোর্টের কার্যক্রম বাড়াতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে জোরদার অভিযান করার নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদগুলোতে অন্য কাজের সাথে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি কাজের বিষয়েও গুরুত্ব দিতে হবে। খুলনা বিভাগের মধ্যে বেশি দুর্ঘনা ঘটে যশোরে। এ দুর্ঘটনা বেশি হচ্ছে মোটরসাইকেল ও ইজিবাইকে।  এজন্য অবৈধ ইজিবাইক ও মোটরসাইকেলে তিনজন চলাচলের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করা হবে। রমজান মাসে যাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে  সে বিষয়ে চেম্বার অব কর্মাসের সহযোগিতা কামনা করা হয়। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ডিসেম্বর মাসের সড়ক দুর্ঘটনার তথ্য উপস্থাপন করেন। তাতে বলা হয়েছে ডিসেম্বর মাসে জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় আহত ১০ ও নিহত হয়েছে ৭ জন। এর মধ্যে মনিরামপুরে ৫টি সড়ক দুর্ঘটনায় আহত ৬ ও নিহত হয়েছে ৪ জন।সদরে ১টি সড়ক দুর্ঘটনায় আহত ১ ও নিহত হয়েছে ২ জন, ঝিকরগাছায় ১টি সড়ক দুর্ঘটনায় আহত ১ ও নিহত হয়েছে ১ জন, অভয়নগরে ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন আহত হয়েছে। পুলিশ সুপার জিয়া উদ্দীন আহমেদ বলেন অনেক পরিবহনে লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হলেও চালকরা নবায়ন করে না। মোটরসাইকেলে তিনজন চলাচল করার কারনে অপরাধ প্রবণতা বাড়ছে। এটা বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালন করতে হবে। তিনি বলেন, শহরের রাস্তার ধারের ফুটপথ বেদখল হওয়ার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে।পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফুটপথ দখল মুক্ত করতে সবাইকে কাজ করতে হবে। পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, নিয়ন্ত্রণহীন ভাবে শহরে অটো রিক্সা চলাচল করাই যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে অ্যাম্বুলেন্স অতি মাত্রায় সাইরেন বাজিয়ে শহরে চলাচল করছে। এটা গুরুত্বপূর্ণ রোগী আনার ক্ষেত্রে দিতে হয়। কিন্তু সেটা বাদের ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স চলাচল করার সময় সাইরেন বাজানো হচ্ছে। এতে করে শব্দ দূষন হচ্ছে এটা বন্ধে ব্যবস্থা নেয়া উচিত। চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, রমজান মাসে যাতে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে কাজ করা হচ্ছে। এজন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হবে। তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি দেয়ার ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা ও সার্বিক বিষয় বিবেচনায় আনা প্রয়োজন। স্থানীয় সরকার বিভাহের উপপরিচালক ও যশোরের পৌর প্রশাসক রফিকুল হাসান বলেণ আমি দায়িত্ব নেয়ার পর যানজট নিরসনে সপ্তাহে দুই দিন করে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। একারনে শহরে অবৈধ অটো রিক্সা চলাচল কমে আসছে।  আর এন রোড থেকে মনিহার পর্যন্ত রাস্তার উপর যাতে ব্যবসায়ীরা  মালামাল না রাখে এজন্য তাদের সাথে আলোচনা করা হয়েছে। এসময় আরো বক্তব্য রাখেন এনএসআইএর যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া,  সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।



এই বিভাগের আরোও খবর

Logo