টাংগাইল মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ি ইউনিয়ন পালবাড়ী এলাকার অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অত্র(২৪শে ডিসেম্বর২০২৪)ইং রোজ মঙ্গলবার বিকাল মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ি ইউনিয়নের পালবাড়ি এলাকার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অবৈধভাবে ফসলি জমি মাটি উত্তোলনের অপরাধে বালুমহল ও মাটি ব্যাবস্থাপনায় আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০হাজারটাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। মোবাইল কোর্ডটি পরিচালনা করেন, মধুপুর সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত অনজুম পিয়া জনস্বার্থে ভ্রাম্যমাণ অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানান তিনি।