চাটখিল ও সোনাইমুড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ হানিফ প্রকাশিত: ৮ জানুয়ারী , ২০২৫ ১৭:৫৯ আপডেট: ৮ জানুয়ারী , ২০২৫ ১৭:৫৯ পিএম
চাটখিল ও সোনাইমুড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় শীতার্তদের মাঝে ৬হাজার ১শত ৪০টি কম্বল গত কয়েকদিনে বিতরণ করা হয়েছে।

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় শীতার্তদের মাঝে ৬হাজার ১শত ৪০টি কম্বল গত কয়েকদিনে বিতরণ করা হয়েছে।  এইসব কম্বল উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ শীতবস্ত্র   বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন এতিমখানায়ও কিছু কম্বল বিতরণ করা হয়েছে। তবে দুই উপজেলায় প্রয়োজনের তুলনায় কম্বল বরাদ্দ খুবই কম বলে জানা যায়। চাটখিল উপজেলা প্রকল্প কর্মকর্তা সুব্রত দাস জানান , চাটখিলে ২হাজার ৯শত ৯০টি কম্বল বরাদ্দ পেয়েছেন, সোনাইমুড়ী উপজেলা  প্রকল্প কর্মকর্তা মেসকাতুর রহমান  জানান তারা এই পর্যন্ত ৩হাজার ১শত ৫০টি কম্বল বরাদ্দ পেয়েছেন। দুই উপজেলা প্রকল্প কর্মকর্তারা জানান, শীতার্তদের মাঝে যে কম্বল দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আরো কম্বল বরাদ্দ দেওয়ার জন্য তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে  আবেদন জানিয়েছেন। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের   সার্বিক তত্ত্বাবধানে এইসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে এতিম ও গরীব জনগনের মাঝে স্বস্তির আবহ বিরাজ করছে। এ অঞ্চলে বা জনপদে  গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা শৈত্য প্রবাহ বিরাজ করছে। 

এই বিভাগের আরোও খবর

Logo